অদ্ভূতভাবে দিনগুলো কেটে যাচ্ছে খেয়াল করেছিস কখনো? আকাশের দিকে তাকিয়ে রাত পেরিয়ে ভোর হচ্ছে, কথা হচ্ছে শেষ রাতের স্বপ্নগুলোও দেখা হচ্ছে খুব নীরবে, নিশ্চুপে…
আমার অনুভুতিগুলো সবার মতন কিংবা অন্যরকম। অথবা একেবারেই অভিন্ন বন্ধুত্বের মাঝে আমার সুখগুলো ছোটাছুটি, আড্ডায় হারিয়ে যাওয়া কখনোবা হারিয়ে যাওয়া সবুজের বুকে, মাটির ঘরে…
আমি তার জন্য অপেক্ষা করেছিলাম জীবনের সবটুকু সময় ব্যয় করে কখনো অন্তরীক্ষের পানে চেয়ে অথবা হলুদ জোছনায় শান্তভাবে পা ফেলে অশান্ত মস্তিষ্কে, শূন্য রাজপথে…